ক্যাটাগরি

জয়পুরহাটে ট্রাকের চাকায় বৃদ্ধের মৃত্যু

শনিবার
সন্ধ্যায় কালাই উপজেলার বামনগ্রাম আঁওলার মোড় এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই ওই
বৃদ্ধ মারা যান।

নিহত আব্দুস
সাত্তার (৬০) ওই এলাকার ওসমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের
উদ্ধৃতি দিয়ে কালাই থানার ওসি সেলিম মালিক জানান, একই উপজেলার মোলামগাড়িহাট বাজার
থেকে কেনাকাটা করে আব্দুস সাত্তার জয়পুরহাট-বগুড়া সড়ক হয়ে সাইকেলে করে বাড়ি
ফিরছিলেন। 

“পথে তার
গ্রামের কাছাকাছি এলাকায় জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা
দিলে সাইকেলসহ ট্রাকের নিচে পড়ে যান তিনি।

“এ
অবস্থায় চালক দ্রুতগতিতে ট্রাকটি চালিয়ে গেলে ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে তার
সাইকেলটি চুর্ণ-বিচুর্ণ হয়ে ঘটনাস্থলেই
তিনি মারা যান। ”

স্থানীয়রা
ধাওয়া করে ট্রাকটি আটক করতে পারলেও সহকারীসহ চালক পালিয়ে যান।


ব্যাপারে মামলাসহ চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।