ক্যাটাগরি

ট্রাকের নিচে প্রাণ গেল ২ বন্ধুর

শুক্রবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে
এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর নগরীর বনপাড়ার বাসিন্দা শিমুল (২৫) ও দর্শনা এলাকার
সোহেল রানা (৩০)।

তাজহাট থানার এসআই আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
বিকালে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু মিঠাপুকুর যাচ্ছিলেন। ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে
পৌঁছালে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
এসআই আশরাফুল আরও জানান, এই ঘটনায় ট্রাকসহ চালক আনছার
আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। আনছার আলী মিঠাপুকুর রংপুরের উপজেলার বৈরাগীগঞ্জ পূর্ব
চুহড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে।