প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ২-০ ব্যবধানে হারা ম্যাচের ২৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন হেন্ডারসন।
৩০ বছর বয়সী এই ইংলিশের চোটের বিষয়ে এখনও কিছু জানায়নি অ্যানফিল্ডের দলটি। তবে চোটের ধরণ ভালো কিছুর আভাস দিচ্ছে না বলে জানান কোচ ইয়ুর্গেন ক্লপ।
“এটা কুঁচকি বা অ্যাবডাক্টরে হয়েছে এবং চিকিৎসক দলের কেউ এটা নিয়ে ইতিবাচক নয়। এটা ভালো দেখাচ্ছে না। তবে আগামীকালের (সোমবার) স্ক্যানের জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।”
দলটির চোট পাওয়া খেলোয়াড়দের তালিকায় ভার্জিল ফন ডাইক, জোয়েল মাতিপ, জো গোমেজ ও ফাবিনিয়োর পর যোগ হলেন হেন্ডারসন।
মৌসুম শেষ হয়ে গেছে ডিফেন্ডার মাতিপের। বাকি দুই ডিফেন্ডার গোমেজ ও ফন ডাইক দীর্ঘ দিন ধরেই অনুপস্থিত।
মাঠের সময়টাও ভালো যাচ্ছে না লিভারপুলের। ১৯২৩ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে হেরেছে টানা চার ম্যাচ। লিগে গতবারের চ্যাম্পিয়নদের সবশেষ ১১ ম্যাচে জয় কেবল দুটি।
পয়েন্ট তালিকায় লিভারপুল নেমে গেছে ছয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।