গ্রেপ্তার ব্যক্তির নাম নাছির
উদ্দিন বুলবুল (২৯), তার সহযোগী হলেন মনির হোসেন (৩২)।
রোববার প্রথম প্রহরে গণভবন ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “বুলবুল নিজেকে এসএসএফের সহকারী পরিচালক পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করছে,
এমন অভিযোগে তাকে আটক করতে গেলে তখনও নিজেকে এসএসএফের সহকারী পরিচালক পরিচয় দিচ্ছিল।”
বুলবুলকে আটকের পর সকালে মিরপুরের
দারুস সালাম থানা এলাকায় তার বাসায় অভিযান চালায় পুলিশ।
সেখানে বিভিন্ন ধরনের পাঁচটি ভুয়া
পরিচয়পত্রের পাশাপাশি ১৫টি মোবাইল সিম কার্ড, ২৯টি দামি ঘড়ি, ২১টি চশমা, বিভিন্ন
ব্যাংকের চেক বই ও জমির দলিল জব্দ করা হয় বলে ওসি জানান।
তিনি বলেন, “বুলবুল কখনও এসএসএফ কর্মকর্তা, আবার কখনও সরকারি দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা
হিসেবে পরিচয় দিত।
“জমিজমার বিবাদ মীমাংসা ও চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করত সে। বিয়ের প্রলোভন দেখিয়ে
বিভিন্ন নারীদের কাছ থেকে অর্থ আত্মসাৎও করত। তার সহযোগী হিসেবে কাজ করত মনির।”
দুজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর
থানায় প্রতারণার মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জানে আলম।