ক্যাটাগরি

জাবি ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ: বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ দায়ের

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের
নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী আশুলিয়া থানায় এই অভিযোগ দায়ের করেন।

শুক্রবার
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের
অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা দাবিতে
আন্দোলন করছেন। বিক্ষোভের মধ্যে শনিবার শিক্ষার্থীরা হলের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন।

জেফরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “আজ সন্ধ্যায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি নিজেই
এই অভিযোগের বাদী হয়েছি।”

আশুলিয়া থানার পরিদর্শক
(অপারেশন) আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, “অজ্ঞাতনামা ২৫০ জনের
বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।
অভিযোগটি এখন প্রক্রিয়াধীন আছে।”