ক্যাটাগরি

নওগাঁয় আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ ঘটনায় রোববার বিকেলে রাণীনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগের রাতে রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা-হরিতলা পুকুরপার গ্রামে এ ঘটনা ঘটে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রোববার বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি।

“তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চামটা-হরিতলা পুকুরপার গ্রামের ইকিম উদ্দিনের ছেলে আনছার আলী জানান, শনিবার রাতে তারা সবাই ঘুমিয়ে পড়লে তাদের বাড়ি বাইরে থেকে শিকল লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার বাড়ির তিনটি টিনের চালা ঘর এবং আসবাবপত্র ভস্মিভূত হয়ে যায়।

তার অভিযোগ, দীর্ঘদিন বিরোধের জের ধরে এক ব্যক্তি তাদের বাড়ি-ঘরে আগুন দিয়েছেন।