ক্যাটাগরি

মাতৃভাষা দিবসে শহীদ সালামের গ্রামে জনতার ঢল

রোববার সকাল থেকে ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে দলে দলে দর্শনার্থী আসতে শুরু করে। এক পর্যায়ে পুরো এলাকা লোকারণ্য হয়ে পড়ে।

সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের সামনে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ফেনী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, দাগনভূঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাষা শহীদ আবদুস সালামের পরিবারের পক্ষে তার ছোট ভাই আবদুল করিম প্রমুখ।  

পরে ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একুশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।