ক্যাটাগরি

মানবদেহে প্রথম এইচ৫এন৮ বার্ড ফ্লু পেল রাশিয়া

ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পর একটি পোলট্রি ফার্মের ৭ কর্মীর দেহে এই ধরনটি পাওয়া যায়।

আক্রান্তরা এখন সবাই সুস্থ বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 

“৭ জনের সবাই এখন ভালো,” বলেছেন রাশিয়ার গ্রাহক স্বাস্থ্য নজরদারি প্রতিষ্ঠানের প্রধান আনা পপোভা।

সংক্রমণের বিস্তৃতি রোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

মানুষ থেকে মানুষে বার্ড ফ্লুর এ ধরনটি ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি, বলেছেন পপোভা।

রাশিয়া পুরো বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে।