ক্যাটাগরি

লুইজিয়ানায় বন্দুকের দোকানে গোলাগুলি, নিহত ৩

স্থানীয় শেরিফ জানান, দোকানটির ভেতরে এক বন্দুকধারী দুইজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গোলাগুলির সূত্রপাত হয়। এরপর দোকানটিতে থাকা অন্যরাও তাদের অস্ত্র থেকে গুলি ছোড়েন।

গোলাগুলিতে প্রথম গুলি ছোড়া ব্যক্তি এবং আরও দুইজন নিহত হয়েছে; হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।  

শনিবার বিকালে নিউ অরলেন্সের শহরতলিতে জেফারসন গান আউটলেটে হওয়া এ গোলাগুলির ঘটনার তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

“প্রথম গুলি ছুড়েছিলেন বলে যাকে সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে বেশ কয়েকজন গোলাগুলিতে জড়িয়েছেন বলে মনে হচ্ছে। যারা গোলাগুলিতে জড়িয়েছেন, তাদের মধ্যে ক্রেতা, কর্মচারী এবং সাধারণ মানুষই ছিলেন বলে ধারণা করছি,” সাংবাদিকদের এমনটাই বলেছেন শেরিফ জোসেফ লোপিন্টো।

আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।