ক্যাটাগরি

ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত

আগামী ১৮ থেকে ২২ জুন হতে যাওয়া ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড। সেখানে খেলতে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিততে হতো ইংল্যান্ডকে।

কিন্তু আহমেদাবাদে বৃহস্পতিবার তৃতীয় টেস্ট ১০ উইকেটে হেরে ২-১-এ পিছিয়ে পড়েছে ইংলিশরা। ৬৪.১ শতাংশ পয়েন্ট নিয়ে তারা আছে এখন তালিকার চার নম্বরে।

৭১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড দুইয়ে। ৬৯.২ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে।

শেষ টেস্টে অন্তত ড্র করলেই নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলবে ভারত। তবে বিরাট কোহলির দল হেরে গেলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।