বুধবার রাত সাড়ে ৯টার
দিকে ওয়ারীর পদ্ম নিধি লেনের একটি সাততলা ভবনের ছয়তলার একটি কক্ষ থেকে হাসান (১২)
নামের শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, ওই বাসার একটি কক্ষে হাসানের গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। ওই বাসা থেকে
স্বর্ণালংকার ও নগদ টাকাও খোয়া গেছে।
হাসানের খালাত ভাই
আজিজুল ইসলাম জানান, হাসানের মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর গত ছয় মাস ধরে সে তাদের
বাসায় থাকছিল।
ঘটনার সময় বাসায় কেউ
ছিল না জানিয়ে তিনি বলেন, “কলিং বেল টিপে অজ্ঞাত কেউ বাসায় ঢুকে এই হত্যার ঘটনা ঘটিয়ে
মালামাল লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
মালামাল লুট করার সময়
বাধা দেওয়ায় এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
এই ঘটনায় সন্দেহভাজন
একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়টি এখনও
নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা মাহবুব জানান।