ক্যাটাগরি

কুমিল্লায় ট্রেনের নিচে প্রাণ গেল মা-ছেলের

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন।

নিহত হয়েছেন সুমি বেগম (২৩) ও এক বছর বয়সী ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে সিলেট অভিমূখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুইটি একসেঙ্গ স্টেশন অতিক্রম করছিল।

“ওই
সময় সুমি বেগম তার কোলে থাকা এক বছর বয়সী ছেলেকে নিয়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন।”