ক্যাটাগরি

দেশের বাজারে ‘এ১৫এস’ আনলো অপো

বিশাল স্টোরেজ এবং বড় স্ক্রিনের এই অপো এ১৫এস ফোনে গ্রাহকরা বিনা বাধায় বিনোদন উপভোগ করতে পারবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে অপো।

প্রতিষ্ঠানটি আরও বলেছে “এ-সিরিজের” এআই ট্রিপল ক্যামেরাযুক্ত নতুন এ১৫এস ফোনটি গতানুগতিক লাইফস্টাইলে যোগ করতে পারে এক অসাধারণ ট্রেন্ডি লুক।

এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। লেন্সে যেন কোন দাগ না লাগে সে লক্ষ্যে ক্যামেরা বাম্পের চারিদিকে একটি আলংকারিক রিং বসানো হয়েছে।

এই হ্যান্ডসেটটিতে থাকছে এমটিকে অক্টা কোর প্রসেসর এবং হেলিও পি৩৫ মিডিয়াটেক। এ ছাড়াও চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম থাকার কারণে স্টোরেজ নিয়ে কারো চিন্তিত হতে হবেনা।

ফোনটিতে আরও থাকছে ৪২৩০এমএএইচ ব্যাটারি। ডিভাইসটিতে রয়েছে কালারওএস ৭.২ এবং আন্ড্রয়েড সংস্করণ ১০।

অপোর এই ৬.৫২ ইঞ্চি পর্দার স্মার্টফোনটির ওজন মাত্র ১৭৫ গ্রাম।