ক্যাটাগরি

স্পাইডার-ম্যানের পরের ছবির নাম ‘নো ওয়ে হোম’

বুধবার এই নাম প্রকাশের আগে ভক্তদের নিয়ে মজা করতে ছাড়েননি স্পাইডার-ম্যান খ্যাত টম হল্যান্ড।

আসল নাম প্রকাশের আগের দিন নিজের ইন্সটাগ্রামে ভূয়া নাম দিয়ে পোস্টারের ছবি প্রকাশ করেন। যেখানে লেখা ছিল ‘স্পাইডার-ম্যান: ফোন হোম’।

আর সেটা দেখে ছবির নায়িকা জিনডেইয়া’র মন্তব্য: ‘হোয়াট দ্য হেল’।

ভক্তরাও হতাশা প্রকাশ করতে থাকেন সেই পোস্টের নিচে। পরদিনই ছোট একটা ভিডিও প্রকাশ করে আসল নাম উন্মোচন করেন হল্যান্ড।

ইন্সটাগ্রামের সেই ভিডিও পোস্টে দেখা যায়, জিনডেইয়া ও ছবির আরেক পাত্র জ্যাকব বাটালনের সঙ্গে টম হল্যান্ড হতাশা প্রকাশ করে বলছেন, “তারা আবারও আমাকে ছবির নকল নাম দিয়েছিল, আমি নাকি সব সময় গোপন কথা ফাঁস করে দেই!”

জ্যাকব ও জিনডেইয়া একই সঙ্গে বলে ওঠেন, “আসলেই তো তাই। আগের ছবিগুলোর ক্ষেত্রেও তো তাই করেছো।”

এরকম আলাপ করতে করতে তারা হেঁটে যেতে থাকেন। আর পেছনে দেখা যায় একটা সাদা বোর্ডে নানান আঁকিবুকির মাঝে লেখা রয়েছে, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’।

 

হলিউড রিপোর্টার জানায়, স্পাইডার-ম্যানের তৃতীয় পর্ব আরও উত্তেজনাপূর্ণ করতে নিয়ে আসা হচ্ছে আলফ্রেড মলিনাকে। ‍যিনি টোবি ম্যাগুয়া’য়ের ‘স্পাইডার-ম্যান টু’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। আর অ্যান্ড্রু গারফিল্ডের ‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ ছবিতে ইলেক্ট্রো চরিত্রে রূপ দেওয়া জেইমি ফক্সকেও দেখা যাবে এই ছবিতে।

এছাড়াও আছেন ‘ড. স্ট্রেঞ্জ’ খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ।

সবকিছু ঠিক থাকলে এই বছর বড়দিন উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে।