তার
দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে সংসদ সচিবালয়
ক্লিনিকের টিকা দান কেন্দ্রে গিয়ে করোনাভাইরাসের টিকা নেন জাতীয় পার্টির ‘প্রধান পৃষ্ঠপোষক’
রওশন।
টিকা
নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন
দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।”
জাতীয়
সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
গত
৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর দিন থেকেই সংসদে এই টিকাদান কেন্দ্রে টিকা
দেওয়া হচ্ছে।
ভারতের
সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে
বাংলাদেশে। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।