ক্যাটাগরি

কুকের ৩৭ বছর পর আকসার

ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের প্রথম দিনে বুধবার ৩৮ রানে ৬ উইকেট
নেন আকসার। আগের টেস্টে চেন্নাইয়ে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে তার শিকার ছিল ৬০
রানে ৫ উইকেট।

বাঁহাতি স্পিনারদের মধ্যে আকসারের আগে টেস্ট ইতিহাসে এই কীর্তি ছিল কেবল
নিক কুকের। ১৯৮৩ সালের অগাস্টে অভিষেক টেস্টে লর্ডসে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট, দ্বিতীয়
টেস্টের প্রথম ইনিংসে ট্রেন্ট ব্রিজেও নেন ৫ উইকেট।

এই দুজন ছাড়া আর কেউ না পারলেও সামনে সুযোগ আছে আরেকজন বাঁহাতি স্পিনারের
সামনে। ২০১৯ সালে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার
হামজা হোতাক প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর এখনও আর টেস্ট খেলার সুযোগ পাননি
তিনি। পরের টেস্টে মাঠে নামলে তাই কুক ও আকসারকে ছোঁয়ার হাতছানি আছে তার সামনে।