ছবির প্রযোজক সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবির প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন। আগামী মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।”
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক জিজ্ঞাসায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপক মোহর জানান, শাপলা মিডিয়ার সঙ্গে ছবিটি নিয়ে তার আলোচনা হয়েছে।
‘বাবাই’ পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনি।
ছবি: টুইটার থেকে নেওয়া।
প্রসেনজিতের বিপরীতে ঢাকার অভিনেত্রী সোহানা সাবা অভিনয় করছেন বলে জানিয়েছে শাপলা মিডিয়া।
তবে এ বিষয়ে সোহানা সাবার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ; এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বাংলাদেশের একক প্রযোজনায়।
টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করে আসা সোহানা সাবা এর আগে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।