ক্যাটাগরি

ঢাকার চলচ্চিত্রে প্রসেনজিৎ, সঙ্গী সোহানা সাবা

কলকাতা থেকে প্রসেনজিৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাপলা মিডিয়ার সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়েছে। এই ছবিতে আমি অভিনয় করছি।”

ছবিটি পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনি।

মার্চের শেষভাগে ছবির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান প্রযোজক সেলিম খান; ইতোমধ্যে প্রসেনজিৎ ও সোহানা সাবার সঙ্গে চুক্তি সেরেছে শাপলা মিডিয়া।

এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ; এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বাংলাদেশের একক প্রযোজনায়।

টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করে আসা সোহানা সাবার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে ক্যামেরার সামনে আসছেন প্রসেনজিৎ।

এর আগে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন সোহানা সাবা।