ক্যাটাগরি

পৃথ্বি ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি

ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির ম্যাচে বৃহস্পতিবার পন্ডিচেরির বিপক্ষে জয়পুরে এই ইনিংস খেলেন পৃথ্বি। ইনিংস শুরু করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৩১ চার ও ৫ ছক্কায় সাজান তার ডাবল সেঞ্চুরির ইনিংস।

নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার না থাকায় এ দিন নেতৃত্ব দেন পৃথ্বি। লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এটিই।

পৃথ্বি ভেঙেছেন ৪৫ বছরের বেশি পুরনো রেকর্ড। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান গ্রেট গ্রায়েম পোলকের। ১৯৭৪ সালের অক্টোবরে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বোর্ডারের বিপক্ষে পোলক করেছিলেন অপরাজিত ২২২।

ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। পেছনে পড়ে গেছে ২০১৯ সালে কেরালার হয়ে গোয়ার বিপক্ষে সাঞ্জু স্যামসনের করা অপরাজিত ২১২।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ভারতীয় কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ২৬৪ এখনও সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে শিখর ধাওয়ান করেছিলেন ২৪৮।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড অ্যালিস্টার ব্রাউনের। ২০০২ সালে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ করেছিলেন ব্রাউন।

পৃথ্বির ৩১ চার লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ চারের রেকর্ড। শীর্ষে এখানে রোহিত, তার ২৬৪ রানের ইনিংসে চার ছিল ৩৩টি।

পৃথ্বির ডাবল সেঞ্চুরির সঙ্গে সূর্যকুমার যাদবের ৫৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসে ৫০ ওভারে মুম্বাই তোলে ৪ উইকেটে ৪৫৭ রান।

ভারতের ঘরোয়া একদিনের ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর এটিই। চলতি টুর্নামেন্টে মাত্র ৫ দিন আগেই গড়া ঝাড়খণ্ডের ৪২২ রানের রেকর্ড এখন পড়ে গেছে পেছনে।

ভারতের কোনো দলের এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ২০১৮ সালে লেস্টারশায়ারের বিপক্ষে ভারতের ‘এ’ দলের ৪৫৮ রান এখানে সবার ওপরে। ভারত ‘এ’ দলই ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে করেছিল ৪৩৩।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোরের বিশ্ব রেকর্ড ২০০৭ সালে গ্লস্টারশায়ারের বিপক্ষে সারের ৪৯৬ রান।