ক্যাটাগরি

বনানীতে কিশোরকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা

নিহত শাকিল (১৪) বনানীর
স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

বুধবার রাত সাড়ে ১০টার
দিকে বনানীর স্টার কাবাব রেস্তোরাঁর পাশের রাস্তায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী
থানার এসআই ইয়াসিন হোসেন জানান।

গুরুতর আহত অবস্থায়
শাকিলকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ইয়াসিন জানান,
রাতে বনানী স্টার কাবাবের পাশে ৪-৫ জন যুবক ছেলেটির বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে
স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ময়নাতদন্তের জন্য
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শাকিলের বাবা জসিম
জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। কড়াইল বস্তিতে নিজেদের বাড়িতে থাকেন
তারা।

“গতকাল রাতে কয়েকজন
যুবক শাকিলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারপর তার উপর এই হামলা হয়।”