সাদা পোশাকে দ্রুততম ৪০০ উইকেটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কান কিংবদন্তির লেগেছিল ৭২ টেস্ট। অশ্বিন মাইলফলকটি স্পর্শ করলেন ৭৭তম ম্যাচে। তালিকার তিন নম্বরে নেমে যাওয়া নিউ জিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের লেগেছিল ৮০ টেস্ট।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এই কীর্তি গড়েন অশ্বিন। জফ্রা আর্চারকে এলবিডব্লিউ করে অভিজাত ক্লাবে পা রাখেন ভারতীয় স্পিনার।
মাইলফলক থেকে ৬ উইকেট দূরে থেকে ভারত-ইংল্যান্ডের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমেছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে এগিয়ে যান আরেকটু কাছে। পরে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন তিনি। এখন টেস্টে তার উইকেট ৪০১টি।
টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে পা রাখা ভারতীয় চতুর্থ বোলার অশ্বিন। অনিল কুম্বলে ৬১৯, কপিল দেব ৪৩৪ ও হরভজন সিং ৪১৭ উইকেট নিয়েছেন।
এই মাইলফলক ছোঁয়া বিশ্বের ষষ্ঠ স্পিনার ও বোলারদের মধ্যে ১৬তম অশ্বিন।