শুক্রবার সকালে সদর উপজেলার টংকবতি ইউনিয়নে জুম ক্ষেতে তারা ভালুকের হামলার
শিকার হন।
আহতরা হলেন জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যান
পাড়ার কারবারী য়ংওয়াই ম্রো (৫৫) এবং তার নাতি মাওলি ম্রো (৪)।
পাবলা হেডম্যান পাড়ার বাসিন্দা দনওয়াই ম্রো বলেন, সকালে পাড়ার পাশে একটি
জুমক্ষেতে কাজ করছিলেন কারবারী য়ংওয়াই ম্রো। সঙ্গে ছিল তার চার বছর বয়সী এক নাতি। এই
সময় তারা অতর্কিত ভালুকের আক্রণের শিকার হন।
তিনি জানান, শিশুটি পালিয়ে এসে পাড়াবাসীদের জানালে কারবারীকে উদ্ধার করে
নিয়ে আসা হয়। তখন ভালুকটি পালিয়ে যায়। কারবারীর মুখমন্ডল সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে দুটো
চোখ উঠে যায়। শিশুটির মাথায় ভালুকের নখের আচড়ে আঘাত পায়।
বান্দরবান সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নয়ন দাশ বলেন,
সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।