কমলাপুরের বীরশ্রেষ্ঠ
শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার কাওরান বাজারকে ২-১ গোলে হারায় নোফেল
স্পোর্টিং। ৩১তম মিনিটে আরিফুল দলকে এগিয়ে নেওয়ার পর ৪৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন
রিফাত। ৭৫তম মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন আফরোজ।
পাঁচ ম্যাচে তিন
জয় ও দুই ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নোফেল স্পোর্টিং। টানা দুই জয়ের পর
হারের তেতো স্বাদ পাওয়া কাওরান বাজার ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
নিজেদের সবশেষ ম্যাচে
ফর্টিস ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারান স্বাধীনতা ক্রীড়া সংঘ চার ম্যাচে ১২ পয়েন্ট
নিয়ে শীর্ষে রয়েছে।
ফকিরেরপুল ইয়ংমেন্স
ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করা উত্তরা এফসির চার ম্যাচের পয়েন্ট ৬। ফকিরেরপুলের
পয়েন্ট ৩।