শুক্রবার বিকালে কালীগঞ্জ-জীবননগর
সড়কের পাতবিলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিমুল বিশ্বাস
(২৮) ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসরা গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
আহতরা হলেন কালীগঞ্জ
উপজেলার বেথুলী গ্রামের দুখীরাম সাহা, আলী হোসেন ও তার ছেলে সজীব হোসেন। তাদের যশোর
জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি
মুহা. মাহফুজুর রহমান জানান, শিমুল বিশ্বাস মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের
দিকে যাচ্ছিলেন।
পাতবিলা পৌঁছলে কোটচাঁদপুর
গামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের
সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি জানান, এতে দুই
মোটরসাইকেলে থাকা চার জন আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
আহত তিন জনকে যশোর
জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।