ক্যাটাগরি

ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তার জন্যই, বললেন তথ্যমন্ত্রী

তিনি
বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে বাংলাদেশের মানুষকে ‘ডিজিটাল নিরাপত্তা’ দেওয়ার জন্য। আর এ আইনের
অপব্যবহার যাতে না হয়, সে
বিষয়ে সরকার ‘সচেতন’ আছে।

শুক্রবার
বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ে নিজের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রীর এ মন্তব্য আসে।

তিনি
বলেন, “মুশতাক আহমেদের মৃত্যুটা সত্যিই অনভিপ্রেত। আমিও তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। সেখানে কারা কর্তৃপক্ষের কোনো গাফেলতি ছিল কিনা- সেটা খুঁজে দেখা যেতে পারে।”

নানা
পক্ষের আপত্তি, সাংবাদিকদের উদ্বেগের মধ্যে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয়
সংসদে পাস হয় ডিজিটাল নিরাপত্তা
আইন।

তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি আইনের ব্যাপক সমালোচিত ৫৭সহ কয়েকটি ধারা বাতিল করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও পুরনো আইনের বাতিল হওয়া ধারাগুলো নতুন আইনে রেখে দেওয়ায় এর অপপ্রয়োগের শঙ্কা
থেকেই যায়।


মুশতাকের মৃত্যুতে ‘অপমৃত্যু’ মামলা

শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজা

মুশতাকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
 

দেশের
সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সে সময় এর
তীব্র প্রতিবাদ জানায়।

করোনাভাইরাস
সঙ্কটের মধ্যে গত বছরের ৬
মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করার পর ওই আইনেই
তার বিরুদ্ধে মামলা করা হয়।

পেশায়
ব্যবসায়ী মুশতাক অনলাইনে লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন। তার সঙ্গে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তা সংগঠনের দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানকেও গ্রেপ্তার করা হয়। মামলায় ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’
অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

তদন্ত
শেষে পুলিশ শুধু মুশতাক, কিশোর ও দিদারকে আসামি
করে এ মাসের শুরুতে
আদালতে অভিযোগপত্র দেয়। দিদারুল ও মিনহাজ মান্নান
জামিন পেলেও কিশোর ও মুশতাকের আবেদন
নাকচ হয় কয়েক দফা।


মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
 

বৃহস্পতিবার
রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর
বয়সী মুশতাকের। কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে কর্তৃপক্ষের
স্পষ্ট কোনো বক্তব্য না আসায় সন্দেহ
প্রকাশ করেন অনেকে।

বামপন্থি
বিভিন্ন ছাত্র সংগঠন শুক্রবার দুপুরে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি মুশতাকের মৃত্যুর তদন্ত ও বিচার দাবি
করে। বিকালে জাতীয় যাদুঘরের সামনে তার গায়েবানা জানাজা থেকেও একই দাবি তোলা হয়।


বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ডিজিটাল বিষয়টা আজ থেকে ১০-১৫ বছর আগে
ছিল না, সুতরাং ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে যখন একজন সাংবাদিকের চরিত্র হনন করা হয়, একজন গৃহিনীকে যখন অপবাদ দেওয়া হয়, একজন সাধারণ মানুষ যখন ডিজিটাল আক্রমণের শিকার হন, তিনি কোন আইনে প্রতিকার পাবেন? তখন কোন আইনের বলে সে নিরাপত্তা পাবে?
সেজন্য একটা আইনের দরকার। এই জন্যই ডিজিটাল
নিরাপত্তা আইন।”

তবে
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যাতে না হয়, সে
বিষয়ে সরকার ‘সচেতন’ আছে মন্তব্য করে তিনি বলেন, “বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে যাতে এই আইনের অপব্যবহার
না হয়, সেজন্য তথ্য মন্ত্রণালয় ও আমি ব্যক্তিগতভাবে
সবসময় সচেতন আছি এবং কোনোখানে এ ধরনের ঘটনা
ঘটলে খোঁজখবর নিয়ে ব্যবস্থাও গ্রহণ করা হয়।”


মুশতাকের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারের মুখে কিশোর-মুশতাক-দিদার, মিনহাজ-তাসনিম খলিলরা অভিযোগপত্রে বাদ
 

ডিজিটাল
নিরাপত্তা আইনের ‘কবর দেওয়া উচিৎ’ বলে যে মন্তব্য গণস্বাস্থ্য
কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করেছেন, সে বিষয়েও তথ্যমন্ত্রীর
দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

উত্তরে
হাছান মাহমুদ বলেন, “ডা. জাফরুল্লাহতো নানা কথা বলেন, যেমন করোনার টিকার বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন, আবার নিজে করোনার টিকা নিয়ে বলেছেন এই টিকা সবার
নেওয়া উচিৎ।

“সুতরাং
আজকে জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন,
দুদিন পর দেখবেন নিজের
কথা তিনি আবার অন্য সুরে কথা বলবেন। সুতরাং এটার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”