তার চাচাতো ভাই মফিজুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে মুশতাককে দাফন করা হয়।
তার আগে বাদ এশা লালমাটিয়ার সি ব্লকের মিনার মসজিদে মুশতাকের জানাজা হয়। জানাজার আগে তার বাবা আব্দুর রাজ্জাক ছেলের আত্মার জন্য সবার কাছে দোয়া চান।
মুশতাকের মৃত্যুতে ‘অপমৃত্যু’ মামলা
শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজা
মুশতাকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
বাংলাদেশে কুমির চাষের অন্যতম উদ্যোক্তা মুশতাকের হাত দিয়েই কুমির রপ্তানি শুরু হয়। এ বিষয়ে একটি বইও লিখেছেন তিনি।
মুশতাক অনলাইনে লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন। সেটি কেন্দ্র করেই তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পড়েন।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গত বছরের ৬ মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করার পর ওই আইনে তার বিরুদ্ধে মামলা করে র্যাব। পরে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের। গত নয় মাসে বেশ কয়েকবার তার জামিন আবেদন নাকচ হয়ে যায়।
মুশতাকের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তার জন্যই, বললেন তথ্যমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শহীদ মিনারে সমাবেশ
মুশতাকের মৃত্যু: শাহবাগে মিছিলে পুলিশের লাঠিপেটা
শুক্রবার সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মুশতাকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মৃত্যুর ঘটনায় গাজীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।