শনিবার রাত ৯টার দিকে
এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার ব্রিগেড
আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসিনা মার্কেটটি টিনশেড
দিয়ে তৈরি দোতলা মার্কেট। সেখানে ৭০ থেকে ৮০টির মতো দোকান রয়েছে।
মার্কেটের নিচতলায় কাঁচা
বাজার এবং মসলার দোকান, উপরে ব্যবসায়ীদের থাকার ব্যবস্থা। তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন
মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে মার্কেটের প্রায় অর্ধেক দোকান পুডে
গেছে “
কীভাবে আগুন লেগেছে,
সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ
কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত হবে।