ক্যাটাগরি

মুশতাকের মৃত্যু: গানে-কবিতায় প্রতিবাদ উদীচীর

শনিবার
বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে
কবিতা আবৃত্তি করেন উদীচীর সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান শোভন এবং কেন্দ্রীয়
সংসদের সহ-সভাপতি বেলায়ত হোসেন। গণসংগীত পরিবেশন করেন  সংগঠনটির সম্পাদকমণ্ডলীর সদস্য সুরাইয়া পারভীন।

সমাবেশ
থেকে ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘নিবর্তনমূলক আইন আখ্যায়িত করে এ আইন বাতিলের দাবি জানান
বক্তারা।

এই
আইন  প্রত্যাহার করা না হলে সারাদেশের শিল্পীকর্মীদের
নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।

উদীচীর
সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, “খুনের আসামির জামিন হয়ে যায়, অথচ একজন লেখকের
জামিন হয় না। ডিজিটাল নিরাপত্তা আইন সাধারণ মানুষের উপকারে আসে না, এই  আইন ঘুষখোর-দুর্নীতিবাজদের উপকারে আসে। এই আইন তৈরি
করা হয়েছে বিরোধী মতকে দমন করার জন্য৷”

উদীচীর
ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, “দেশে অসত্য বক্তব্য উপস্থাপন
করলে সমস্যা হয় না, বরং সত্য কথা বলার কারণে কারাগারে নিক্ষেপ করা হয়।”

উদীচীর
সম্পাদকমণ্ডলীর সদস্য রহমান মফিজ বলেন, “আমরা আজ কেউ নিরাপদে নেই। দুর্নীতি নিয়ে কার্টুন
এঁকেছেন কার্টুনিস্ট কিশোর। আর সেই কার্টুন মুশতাক ফেইসবুকে শেয়ার দিয়েছেন। এটিই তার
অপরাধ!”

অনুষ্ঠানে
সভাপত্বি করেন উদীচীর সহ-সভাপতি হাবিবুল আলম। সংগীতা ইমামের সঞ্চালনায় সমাবেশে উদীচী
কেন্দ্রীয় সংসদের সদস্য ইকরাম হোসেন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অমিত রঞ্জন দে বক্তব্য
দেন।