ক্যাটাগরি

অবসরে যাচ্ছেন না এমা ওয়াটসন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া এই গুজবে অভিনেত্রীর ভক্তদের হৃদয় যখন সিক্ত তখনই ওয়াটসনের মুখপাত্র বিবৃতিতে জানায়, “এটা একটা ‘রাবিশ’ গুজব।”

সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইল’য়ের খবরে প্রকাশ করা হয়- ‘এমা ‘নিষ্ক্রিয়’ হচ্ছেন; অভিনয় ছেড়ে দিচ্ছেন।’

কানকথায় আরও ছড়িয়ে পড়ে, এমা’র জনশ্রুত প্রেমিক লিও রবিনটনকে ভালোমতো সময় দেওয়ার জন্যই নাকি ২১ বছরের অভিনয় জীবনের ইতি ঘটাতে চলেছেন ৩০ বছর বয়সি এই ইংলিশ অভিনেত্রী।

তবে ওয়াটসনের মুখপাত্র জেইসন ওয়েইনবার্গ এই গুজব উড়িয়ে দিয়ে বিবৃতিতে জানান, ‘এমার অভিনয় জীবন নয় বরং নিষ্ক্রিয় থাকছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম।’  

‘হ্যারি পটার’ ছাড়াও এমা ওয়াটসনের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘দি সার্কেল’ এবং ২০১৯ সালে মুক্তি পাওয়া গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটিল উইম্যান’।