সপ্তাহ জুড়ে দেশে লকডাউন দিয়েছে নিউ জিল্যান্ড সরকার। অকল্যান্ডে দেওয়া হয়েছে লেভেল-৩ লকডাউন। ফলে কোনো ক্রীড়া প্রতিযোগিতা এই সময় হবে না এখানে।
তাই আগামী শুক্রবারের টি-টোয়েন্টি অকল্যান্ড থেকে ওয়েলিংটনে সরিয়ে নিতে বাধ্য হয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। বুধবার একই মাঠে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।
ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতেও বদল এসেছে। শুক্রবার অকল্যান্ডে হতে যাওয়া দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি এখন হবে ওয়েলিংটনে।
দেশটির বাকি সব জায়গায় দেওয়া হয়েছে লেভেল-২ লকডাউন। ফলে আগামী সপ্তাহের সবগুলো ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে।