ক্যাটাগরি

কোলনকে উড়িয়ে দিল বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ৫-১ গোলে জিতেছে হান্স ফ্লিকের
দল। এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর শিরোপাধারীদের হয়ে দুটি করে গোল
করেন লেভানদোভস্কি ও সানে।

দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল বায়ার্ন। আর্মিনিয়ার বিপক্ষে
৩-৩ ড্রয়ের পর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল টানা আটবারের চ্যাম্পিয়নরা।

গত অক্টোবরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২-১
ব্যবধানে জিতেছিল বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার লাৎসিওকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারানো বায়ার্ন
এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে। দূরের পোস্টে লেয়ন গোরেটস্কার ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ
করেন ক্যামেরুন ফরোয়ার্ড চুপো-মোটিং।

২৪তম মিনিটে জামাল মুসিয়ালার হেড ক্রসবারের উপর দিয়ে উড়ে
যাওয়ার পরের মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেড নেন অরক্ষিত লেভানদোভস্কি।

শুরু থেকে সমান তালে লড়ে যাওয়া সফরকারীরা খেই হারায় পিছিয়ে
পড়ার পর। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। গোছালো আক্রমণে ডি বক্সের
ডান প্রান্তে বল বাড়ান গোরেটস্কা। কাছের পোস্ট দিয়ে ডান পায়ের নিচু শটে জালে বল জড়ান
পোলিশ স্ট্রাইকার।

এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের হেডে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের হেডে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

প্রথমার্ধে কোনো শটই নিতে না পারা কোলন দ্বিতীয়ার্ধের চতুর্থ
মিনিটে ব্যবধান কমায়। ছোট বক্সে সতীর্থের পাস পেয়ে ডান পায়ের উঁচু শটে লক্ষ্যভেদ করেন
এলিয়াস স্কেহিরি।

৬৫তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। টমাস মুলারের পাস
দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে আসরে নিজের ২৮তম গোলটি করেন লেভানদোভস্কি।

চাপ ধরে রাখা বায়ার্নের হয়ে শেষ দিকে চার মিনিটের ব্যাবধানে
জোড়া গোল করেন সানে। ৮২তম মিনিটে লুকা এরনঁদেজের পাস থেকে লক্ষ্যভেদের পর গোরেটস্কার
কাছ থেকে বল পেয়ে হেডে ব্যবধান ৫-১ করেন জার্মান মিডফিল্ডার। 

২৩ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।
এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লাইপজিগ।

একই দিন স্বাগতিক আর্মিনিয়াকে ৩-০ গোলে হারানো ভলফসবুর্ক
২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে।