ক্যাটাগরি

খুলনায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে শুক্রবার রাত
সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মিরাজ (২৮) ও মো. ফাহাদ (২৪)। তাদের বাড়ি বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক
যশোরের দিকে যাচ্ছিলেন। পথে খুলনাগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে
ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে নিহত হন।

লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।