ক্যাটাগরি

চট্টগ্রামের উন্নয়নে সবার অংশগ্রহণ চায় সরকার: তাজুল

শনিবার চট্টগ্রামে পাঁচ
তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম ওয়াসার ‘পতেঙ্গা বুস্টার ওয়াটার পাম্প
স্টেশনের’ উদ্বোধনী
অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের
উন্নয়নে সরকারের ইচ্ছা আছে। এ জন্য সবার অংশগ্রহণ লাগবে। আমি কিংবা মাননীয় প্রধান
মন্ত্রীর ইচ্ছা করলে হবে না। শুধু মেয়রের ওপর নির্ভর না করে সবাইকে সমন্বিতভাবে
এগিয়ে আসতে হবে।

“কাজ হলে সেখানে টাকা দেওয়া
হবে। মাননীয় প্রধানমন্ত্রীও টাকা দিতে সম্মত হবেন, আমারও
উৎসাহ লাগবে যদি সে টাকা আপনারা কাজে লাগান।”

চট্টগ্রামের উন্নয়নে
উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ-কে সাড়ে চার হাজার কোটি টাকা ও পানি উন্নয়ন বোর্ডকে ১৮শ
কোটি টাকার প্রকল্প দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যত উন্নয়নে আগামী
প্রজন্মকেও তৈরি করার তাগিদ দেন মন্ত্রী তাজুল।

তিনি বলেন, “২০৪১ সালে বাংলাদেশের যে উন্নয়ন হবে তখন আমরা অনেকে থাকব না। সে জন্য আগামী
প্রজন্মকে তৈরি করতে হবে। উন্নয়নতো একদিনে হয় না।”

সকল সরকারি সংস্থাকে
রাজস্ব পরিশোধের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রী।

চট্টগ্রাম ওয়াসার বোর্ড
চেয়াম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, সাংসদ মোসলেম উদ্দিন,
নজরুল ইসলাম, আবু
রেজা মোহাম্মদ নাজিমুদ্দিন নদভী, চট্টগ্রাম সিটি মেয়র
রেজাউল করিম, স্থানীয় সরকার
মন্ত্রনালয়ের সচিব হেলাল উদ্দিন, নগর মহিলা আওয়ামী লীগের
সভাপতি হাসিনা মহিউদ্দিন। 

উদ্বোধন হওয়া বুস্টার
পাম্পের মাধ্যমে চার দশমিক পাঁচ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। যার মাধ্যমে
ইপিজেড, পতেঙ্গা এলাকার শিল্প ও আবাসিক এলাকার পানি সমস্যা সমাধান
হবে।