ক্যাটাগরি

চুয়াডাঙ্গায় ট্রাক চালক গুলিবিদ্ধ, যুবক আটক

শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনার পর ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ সাচ্চু শেখ (৪০) শহরের মাঝের পাড়ার আরিফিন শেখের ছেলে।

আটক মো. বাতেন বাস টার্মিনাল সংলগ্ন নূরনগর এলাকার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর জানান, আগে থেকে সাচ্চু শেখের সাথে বাতেনের বিরোধ ছিল। এর জেরে শনিবার সাচ্চুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বাতেনসহ দুই যুবক।

তিনি আরও জানান, ইতিমধ্যেই ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ বাতেনকে আটক করা হয়েছে।

“তাকে থানায় নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তার সাথে থাকা অন্য যুবককেও আটকের চেষ্টা চলছে বলেন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান জানান, সাচ্চু শেখের পেটের বামপাশে গুলিবিদ্ধ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।

“আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হতে পারে।”

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।