কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে
শনিবার আশিকের ৮৬তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জিতে ঢাকা সিটি। তিন ড্র ও এক হারের
পর জেতা দলটি ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। টানা পাঁচ হারে তলানিতে ভিক্টোরিয়া।
দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব
১-১ ড্র করেছে। ষোড়শ মিনিটে জীবনের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। পাঁচ মিনিট পর কৃষ্ণার
গোলে সমতায় ফিরে ওয়ারী।
পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট ফরাশগঞ্জের; সমান ম্যাচে ৬ পয়েন্ট
ওয়ারীর।