ক্যাটাগরি

জয়পুরহাটে ভটভটির সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নিহত

নিহত নাসির উদ্দিন (৪২) সদর উপজেলার মাধায়নগর গ্রামের সমীর
উদ্দিনের ছেলে।

শহরের বাজলা স্কুল এলাকায় শনিবার বেলা আড়াইটার দিকে এ
দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আলমগীর জাহান জানান।

তিনি বলেন, রোববার জয়পুরহাট পৌরসভা নির্বাচনের ভোট
হবে। সেই উপলক্ষে একটি ভটভটিতে করে নির্বাচনী সরঞ্জাম নেওয়া হচ্ছিল শহরের তালিমুল
ইসলাম একাডেমি কেন্দ্রে। পথে বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে
ঘটনাস্থলেই ভ্যানচালক নাসির নিহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে
পাঠিয়েছে বলে জানান ওসি আলমগীর জাহান।