ক্যাটাগরি

টিভি নাটক নির্মাতাদের নেতৃত্বে লাভলু-সাগর

রাজধানীর বাংলাদেদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শুক্রবার দিনভর ভোট দিয়েছেন নির্মাতা।

ভোট গণনা শেষে রাত আটটায় প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন ফল ঘোষণা করেন। সঙ্গে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার নরেশ ভুঁইয়া ও মাসুম রেজা।

নির্বাচন কমিশনার জানান, সালাউদ্দিন লাভলু পেয়েছেন ১৭০ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হীরা পেয়েছেন ১৪৯ ভোট।

সহ-সভাপতি পদে মাসুম আজিজ ২৬৮ ভোট, ফরিদুল হাসান ১৯৯ ভোট ও রফিকউল্লাহ সেলিম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া কামরুজ্জামান সাগর পেয়েছেন ১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১টি ভোট।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে পিকলু চৌধুরী ও ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক পদে ফেরারী অমিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সহিদউন নবী, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে মোস্তফা মনন,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিসুল হক ইমেল, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ ও দপ্তর সম্পাদক পদে গোলাম মুক্তাদির নির্বাচিত হয়েছেন।

ডিরেক্টরস গিল্ডের ৩৯৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৫৯ জন। ভোটাধিকারের শর্ত ভঙ্গ করায় ২৮ ভোট বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এস এম মহসিন।