২০ বছর বয়সী মেয়েটি
রাজধানীর ভিকারুন্নেসা নুন কলেজ থেকে এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য
মালয়েশিয়ায় যান।
শুক্রবার সন্ধ্যার দিকে তাকে
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন বলে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায়
ছাদ থেকে পড়ে মেয়েটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য
আটক করা হয়েছে।
“তবে মৃতের পরিবারের পক্ষ থেকে
মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।”
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওই তরুণীর ফুপা বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাগ্নি মালয়েশিয়ায়
পড়াশোনা করত। করোনার মধ্যে সে দেশে আসে। এতদিন ধরে সে বাসার তৃতীয় তলায় অবস্থান
করছিল। বিকেলে সে ছাদে যায়। সাড়ে ৪টার দিকে তাকে ফোন দিয়ে নিচে নামতে বলা হলে সে
জানায় একটু পরে নামব।”