উপজেলার উত্তরা কলেজের
সামনে শনিবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে তিনি নিহত হন বলে মান্দা থানার
ওসি মো. শাহিনুর রহমান জানান।
নিহত সাদ্দাম হোসেন
(৩২) উপজেলার গোয়ালমান্দা ঘোড়াঘাট গ্রামের মমতাজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,
সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মোহনপুর যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। পথে রাজশাহী থেকে
নওগাঁগামী ট্রাকটি ধাক্কা দিলে সাদ্দাম পড়ে যান। তারপর ট্রাকটি তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই
তিনি নিহত হন।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় মামলা দায়েরের
প্রক্রিয়া চলছে।