ক্যাটাগরি

ফের বাংলাদেশের চলচ্চিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রযোজক সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঋতুপর্ণার সঙ্গে ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে। আশা করছি, চুক্তি সেরে শিগগিরই ছবির দৃশ্যধারণ শুরু করতে পারব।”

ঋতুপর্ণার বিপরীতে কে অভিনয় করছেন-তা এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান সেলিম খান।

এ ছবিতে অভিনয় করছেন কি না-এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টা আমি পরে জানাচ্ছি।”

ছবিটি পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনী; কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ‘বাবাই’ ও অভিনেতা দেবকে নিয়ে ‘কমান্ডো’ শিরোনামে দুইটি চলচ্চিত্র পরিচালনা করছেন রনী।

ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ চলচ্চিত্র দিয়ে ঢাকাই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর নব্বইয়ের দশকেই ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।

সবশেষ ২০১৮ সালে অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে।