ক্যাটাগরি

বরিশালে বাসচাপায় সাবেক এনএসআই কর্মকর্তা নিহত

সদর উপজেলার সাতমাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান।

নিহত মোবারক হোসেন হাওলাদার (৭০) সদর উপজেলার পাংশা গ্রামের বাসিন্দা। এনএসআইয়ের মাঠ কর্মকর্তা ছিলেন তিনি।

ওসি জাহিদ বলেন, মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে গড়িয়ারপাড়ের দিকে যাচ্ছিলেন মোবারক হোসেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় মধ্যে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে রহমতপুর এলাকায় বাস রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি জাহিদ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।