ত্রিপুরা রাজ্যের
টেলিভিশন চ্যানেল ‘হেডলাইন ত্রিপুরা’ তাকে এই সম্মাননা দিয়েছে।
করোনাভাইরাসের
বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য ও
যুক্তরাষ্ট্রের মোট ১৩ জন চিকিৎসককে এই খেতাবে ভূষিত করা হয়।
শনিবার সন্ধ্যায়
আগরতলার হোটেল সোনারতরীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সম্মাননা
তুলে দেন চিকিৎসকদের হাতে।
সম্মাননাপ্রাপ্তরা
হলে- ভারতের পশ্চিমবঙ্গের ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি ও ডা. শুভজ্যোতি
ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিষ দত্ত, দিল্লি ম্যাক্স হাসপাতালের ডা. কিশলয়
দত্ত, হরিয়ানার ডা. জয়া দেববর্মণ, লন্ডনের ডা. ডি গোলাটি, বাংলাদেশের ডা.
বিদ্যুৎ বড়ুয়া ও ডা. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ভাইরাস বিশেষজ্ঞ ডা. পর্ণালী
ধর চৌধুরী, ত্রিপুরার ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা
চক্রবর্তী।
হেডলাইনস ত্রিপুরার
সম্পাদক প্রণব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ স্বামী
শুভাকারানানন্দ মহারাজ, ক্রিকেট কোচ সম্বরণ ব্যানার্জি ও রাজা প্রদ্যেত কিশোর
মানিক্য।
অনুষ্ঠানে সংগীত
পরিবেশন করেন শিল্পী লোপা মুদ্রা ও শান্তনু রায় চৌধুরী।
কোভিড-১৯ মহামারীর
প্রকোপ শুরু হলে গত বছর ২১ এপ্রিল বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রথম বিশেষায়িত
হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন’ ডা. বিদ্যুৎ বড়ুয়া।
২১ জন ভলান্টিয়ার নিয়ে
টানা ১৪০ দিন রোগীদের সাথে থেকেই ৬০ শয্যার ওই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের
সেবা দেন তিনি।