শনিবার বিকাল সাড়ে
পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশ’ ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীরা
একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে শহীদ মিনারে এসে
সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা গত
শুক্রবার শাহবাগে গ্রেপ্তাদের মামলা তুলে নিয়ে মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে আটকদের
মুক্তিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
জাহাঙ্গীরনগর
সাংস্কৃতিক জোটের সভাপতি দ্বীপঙ্কর চক্রবর্তী দ্বীপ বলেন, “একটি গণতান্ত্রিক
রাষ্ট্রে আমি কথা বলতে পারছি না, লিখতে পারছি না, সাহিত্য চর্চা করতে পারছি না,
কার্টুন আঁকতে পারছি না। এটা কখনও গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না।”
“যারা শাহবাগে
নিজেদের অধিকার নিয়ে কথা বলতে গেছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।”
সমাবেশে জাবি ছাত্র
ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, “শুধুমাত্র একটি ফেইসবুক
স্ট্যাটাসের জন্য একজন নাগরিককে দশ মাস জেলে রাখতে পারে না।
“এই সরকারের আমলে
শুধু কার্টুনিস্ট না সাংবাদিক, শিক্ষকসহ বহু মানুষকে জেলে যেতে হয়েছে শুধুমাত্র
সত্য কথা বলার জন্য।”
প্রত্নতত্ত্ব বিভাগের
শিক্ষার্থী সুদীপ্ত দে’র সঞ্চালনায় এ সভায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসির
আরাফাত বর্ণ বলেন, “প্রত্যেকটা মানুষই মত প্রকাশের অধিকার রাখে। এটা
সাংবিধানিক অধিকার। কথা বলতে চাওয়ার যে ইচ্ছা এটা সব সময় জারি থাকুক তার জন্যেই
আজকে এখানে জড়ো হওয়া।”