ক্যাটাগরি

শেষ টেস্টে বুমরাহকে পাচ্ছে না ভারত

বুমরাহকে না পাওয়ার বিষয়টি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দলে যোগ করা হয়নি নতুন কাউকে। বুমরাহ না থাকায় শেষ টেস্টের ভারত দল এখন ১৭ জনের।

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলেন বুমরাহ। দলের হেরে যাওয়া
ওই ম্যাচে ৪ উইকেট নেন তিনি।

একই মাঠে পরের টেস্টে ছিলেন না দলে। আহমেদাবাদ টেস্টে ফিরে প্রথম ইনিংসে বোলিং
করে ছিলেন উইকেটশূন্য। পরের ইনিংসে হাতে পাননি বল।

আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হবে ইংল্যান্ড-ভারতের শেষ টেস্ট। চার ম্যাচের
সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

চতুর্থ টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা,
মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক
পান্ডিয়া, রিশাভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, আকসার প্যাটেল,
ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।