ক্যাটাগরি

অপারেশন করতে করতেই ভিডিও কলে আদালতে হাজির চিকিৎসক!

বিবিসি জানায়, তার কাণ্ডে হতবাক বিচারক পরে শুনানি স্থগিত করেন।

ওই চিকিৎসকের নাম স্কট গ্রিন। তিনি ক্যালিফোর্নির রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর একটি হাসপাতালে চিকিৎসক।

ক্যালিফোর্নিয়ার দৈনিক স্যাক্রামেন্টো বি এর প্রতিবেদনে বলা হয়,  গত বৃহস্পতিবার ডা. গ্রিন যখন ভার্চুয়ালি আদালতে উপস্থিত হন তখন তিনি অপারেশন থিয়েটারে ছিলেন।

বিচারক এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি খুশি মনে কাজ চালিয়ে যেতে আগ্রহী। বলেন, ‘‘আরেকজন সার্জন এখানে আমার সঙ্গে আছেন এবং তিনি অপারেশন করছেন।”

উত্তরে বিচারক বলেন, এ অবস্থায় বিচারকাজ চালিয়ে যাওয়া ‘সঠিক’ হবে না। তাই তিনি শুনানি কাজ স্থগিত করেন।

কী কারণে এ ঘটনা ঘটলো তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দ্য মেডিকেল বোর্ড অব ক্যালিফোর্নিয়া।

বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘চিকিৎসকরা যখন রোগীদের চিকিৎসা করবেন তখন সেবার মানদণ্ড সঠিক ভাবে অনুসরণ করবেন, এটাই প্রত্যাশিত।”

ডা. গ্রিনের মামলাটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। যেহেতু মামলাটি ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ে, তাই যুক্তরাষ্ট্রের আইন ‍অনুযায়ী তা সরাসরি সম্প্রচার করতে হয়।