রোববার রাত ৮টার দিকে সিলিং ফ্যানে আটকে এ দুর্ঘটনা ঘটে বলে তার ভাই মহরম গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “ঘটনার সময় বাসায় কেউ ছিল না। দারোয়ানের তিন চার বছরের মেয়ের সাথে খেলার সময় তার বোনের ওড়না সিলিং ফ্যানের সাথে লেগে যাওয়ায় সে ঝুলতে থাকে।
“আমি কিছু সময়ের জন্য ঘরের বাইরে যাই, বাবা-মা কাজে বাইরে ছিলেন। বাসায় এসে তাকে ঝুলতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।”
কদমতলীর মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মীম দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট।
তাদের গ্রামের বাড়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।