রোববার সন্ধ্যায়
উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় শীল
(১০) মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া নাপিতপাড়া গ্রামের অবিনাশ শীলের ছেলে। স্থানীয়
একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত শিশু হৃদয়।
স্থানীয় সাংবাদিক
সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঠে কাজ করে শিশু হৃদয় শীল বাড়ি
ফিরছিল। পৌরিয়া মামির মোড়ে পৌঁছালে হঠাৎ ৫/৬টি কুকুর একসঙ্গে তাকে আক্রমণ করে।
“কুকুরগুলো তার
শরীরের বিভিন্ন স্থানে কামড়ে মাংস খাবলে নিতে থাকে। এক পর্যায় শিশু হৃদয়ের গলার রগ
ছিড়ে ফেলে এবং সারা শরীর ক্ষত-বিক্ষত করে ফেলে।”
সুকুমার জানান, শিশুটির
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কুকুরগুলোকে ধাওয়া করে এবং হৃদয়কে উদ্ধার করে
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। রাস্তায় প্রচুর রক্তক্ষরণ হয়।
হাসাপাতালে নেওয়ার
পর কর্তব্যরত চিকিৎসক তাবাসুম তাজরুবা তাকে মৃত ঘোষণা করেন, বলেন সুকুমার।
মুকুন্দপুর ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান এ. কে. এম. ফারুক বলেন, কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটির প্রচুর
রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।