চতুর্থ ধাপে গত
১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই পৌরসভার
স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কাইয়ুমের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে
রোববার হাই কোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল ইসলাম
মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের
পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও মোকাররামুছ সাকলান।
গত ১৪
ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন এই সাতটি কেন্দ্রে
ভোটগ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা নির্বাচনী
কর্মকর্তার কাছে থেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে সিল মারা হয়।
তখন এ অভিযোগ প্রিসাইডিং
অফিসার এবং রিটার্নিং অফিসারকে জানানো হলে তারা নির্বাচন কমিশনকে জানায়। কিন্ত
সেখান থেকে কোনো ররকম সাড়া না পেয়ে হাই কোর্টে রিট দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী।
নরসিংদী পৌরসভার
বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা-ই গাউছিয়া শরিয়া সুন্নিয়া আলিম মাদরাসা,
বামন্দি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়,
বাগদী সরকারি উচ্চ বিদ্যালয়,
মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়,
সাতিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও
কামারগাও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালসহ ওইসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের
নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়।
রোববার আদালত ওই
রিটের শুনানি নিয়ে এ আদেশ দেয়।