রোববার সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোট চলে।
মোছাম্মৎ শেফালী বেগম এই উপজেলার সদ্য প্রয়াত চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনার স্ত্রী।
তিনি এক লাখ ৮৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমায়ুন বাবর ফিরোজ পেয়েছেন চার হাজার ৪৫২ ভোট।
জেলা রিটার্নিং অফিসার মো. রোকুনুজ্জামান রোববার রাতে নির্বাচনের ফল জানান।
গত বছরের ৪ নভেম্বর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশারফ হোসেন সোনা মারা যাওয়ায় পদটি শূন্য হয়।