ক্যাটাগরি

ঝিনাইদহে ঘর থেকে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিহত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার বড়বাড়ি নুরানী
মাদ্রাসার প্রধান শিক্ষক। সদর উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে তিনি।

বাজার গোপালপুরের ভাড়া বাসা থেকে সকালে পুলিশ তার লাশ
উদ্ধার করে বলে গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান জানান।

তিনি বলেন, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত
লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘরের দরজা খোলা ছিল। বাসায় আর কেউ ছিল না। লাশ
গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত ছিল।

“পুলিশ ধারণা করছে হত্যার পর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।”